আজ ২৭ জুন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। গৌরবদীপ্ত রজতজয়ন্তী।
১৯৯৬ সালের গৌরবমাখা এ দিনে দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণ ও আলোকিত নাগরিক তৈরীর মহান লক্ষ্য নিয়ে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট আত্মপ্রকাশ করে।
নানা প্রতিকুলতা, চড়াই উতরাই ও বন্ধুর পথ পেরিয়ে ছাত্র ফ্রন্ট আজ অভিষ্ট লক্ষ্যে পৌছার দারুন এক মোহনায় উপনীত। প্রতিষ্ঠার মহান লক্ষ্য,আদর্শ ও উদ্যেশ্য বাস্তবায়নের দৃপ্ত শপথে উজ্জীবিত। জ্ঞান অন্বেষা, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পরিশ্রম তার পাথেয়।
এমতাবস্থায় প্রতিষ্ঠাবার্ষিকীর রজত জয়ন্তীর আনন্দঘন দিনটিতে ছাত্র ফ্রন্ট আজ দেশব্যাপী আয়োজন ঘরে ঘরে সীমাবদ্ধ রেখেছে। করোনা মহামারীর কারণে এবার সারা দেশে কোন অনুষ্ঠান হচ্ছে না। পুর্ণ স্বাস্থ্যবিধি মেনে নেতা কর্মীরা ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে মিলাদ ও মুনাজাতের মধ্য দিয়ে আজ দিবসটি উদযাপন করছেন।
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল গৌরবদীপ্ত রজতজয়ন্তীতে আজ ভার্চুয়ালি ছাত্র ফ্রন্ট নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন।