নীলফামারী সদর থানা এলাকার বিশ মুড়ি ০৬ নং রামনগর ইউনিয়নের বাসিন্দা মুন্না ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হন।
মুন্না ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হলে তার স্ত্রী রহিমা বেগম ও তাঁদের ১৫ মাসের দুধের শিশুকে মুন্না ইসলামের বাবা-মা মুন্না ইসলামের স্ত্রী রহিমা বেগম কে দিবেনা মর্মে জানান।
একেতো স্বামী হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি রহিমা বেগম। তার ওপর আবার দুধের শিশুকে মায়ের কাছ থেকে দূরে রাখতে চায় মুন্না ইসলামের বাবা-মা ।
রহিমা বেগম কোনো উপায়ান্তর না দেখে তার দুধের শিশুকে ফিরে পাওয়ার আশায় গত মঙ্গলবার (২৭ এপ্রিল/২০২১) তারিখ জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করেন । তিনি সমস্ত ঘটনা পুলিশকে অবহিত করেন । উক্ত ঘটনার প্রেক্ষিতে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় তাৎক্ষণিকভাবে এসআই জনাব মোঃ আব্দুস সবুর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত শিশুকে উদ্ধার পূর্বক তার মায়ের জিম্মায় প্রদান করেন।