বাংলায় একটা প্রবাদ আছে, “যাওয়ার ইচ্ছে থাকলে সময় এমনিতেই হয়ে যাই”। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুল ইসলাম সেলিম দায়িত্ব নিয়েছেন এখন মাস পার হয়নি। এরই মাঝে তিনি পৌরবাসির কাছে চমক সৃষ্টি করেছে। প্রথমে ড্রেনের ময়লা পরিষ্কার করেছেন, বহুদিন পড়ে থাকা কোটচাঁদপুর পৌরসভার পাবলিক টয়লেট সংস্করণ করার কাজ হাতে নিয়েছে। এই বার আরো বড় চমক দেখালেন মেয়র শহিদুল ইসলাম সেলিম। আট মাস বন্ধ থাকা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের অনেক আংশই প্রদান শুরু করেছেন। পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী দের চোখে মুখে সুখের হাসি ফুটে উঠেছে। পৌরবাসির পর এইবার পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের মন জয় করে নিলেন মেয়র সাহেব। এই বিষয়ে মেয়র সাহেব বলেন, এইটা আমার দায়িত্ব আমি তাই পালন করছি। এখানে অতিরিক্ত কিছু করেনি।