আজ ০৬/০৫/২০২১ তারিখ মুদাফা, বড় দেওড়া, টঙ্গী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন , ২০০৯ এর ২৭ ধারা অনুসারে আয়াত ফুড এন্ড বেভারেজ লিমিটেড নামক প্রতিষ্ঠান সিলগালা (সাময়িক বন্ধের আদেশ) করা হয়েছে।
এখানে অত্যন্ত নোংরা পরিবেশে একেবারে নিম্নমানের ও ক্ষতিকর উপকরণ দিয়ে জুস, লিচি, আইস ললি ইত্যাদি বিভিন্ন শিশু খাদ্য উৎপাদন করা হয়। এছাড়া, এখানে প্রাণ কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট এর হুবহু অনুকরণে বোতল ডিজাইন ও প্রায় একই নামকরণ করেও ক্রেতা ঠকানো হচ্ছে। জনস্বার্থ ও শিশু স্বাস্থ্য বিবেচনায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেছেন জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন এবং এতে সহযোগিতা করেছেন জেলা মার্কেটিং অফিসার ও আনসার ব্যাটেলিয়ন এর সদস্যবৃন্দ।