টেরাকোটা অলংকের বৈচিত্র্য ইন্দো বিস্ময় জাগানিয়া কান্তজীউ মন্দিরকে ঘিরে পর্যটন এলাকা গড়ে তুলতে প্রায় ৪৬ কোটি টাকা ব্যয় সাপেক্ষে বিভিন্ন স্থাপনা নির্মান কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে। দিনাজপুর জেলা শহর থেকে মন্দিরে যাওয়ার জন্য ঢেপা নদীর উপর তৈরী হয়েছে সেতু। যদি ওই সেতুটি নির্মাণ করা না হতো তাহলে প্রায় ১০-১১ কিলোমিটার রাস্তা ঘুরে কান্তজীউ মন্দিরটি এক নজর দেখার জন্য দর্শনার্থীদের যেতে হতো।
পর্যটকরা এসে এখানে থাকার কোন পরিবেশ ছিল না আগে। সে কারনে মন্দিরের পাশ্বেই নির্মান করা হয়েছে পর্যটন মোটেলের রেস্ট হাউজ। কেনা কাটার সুবিধার্থে স্হাপন করা হয়েছে রকমারী মার্কেট। উন্নয়ন করা হয়েছে রাস্তা।
স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের চেষ্টায় সংস্কার ও উন্নয়ন করা সম্ভব হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। দিনাজপুর জেলা শহর হতে প্রায় ২০-২১ কি. মি. উওরে এবং কাহারোল উপজেলা সদর হতে ৭ কি.মি. আগে সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের পশ্চিমে ঢেপা নদীর তীরে প্রাচীন টেরাকোটার অনন্য নিদর্শন কান্তজীউ মন্দির অবস্থিত।