টোকাই
লেখক- জাহিদ হাসান
সকালবেলা টোকাই বলে
পান্তা মুড়ি চাই-
আমরা তখন ঘরে বসে
দুধ কলা ডিম খাই।
.
দুপুরবেলা টোকাই যখন
জল খায় কল ধরে-
আমরা তখন সময় কাটাই
গল্পের বই পড়ে।
.
সন্ধা বেলা আমরা যখন
আড্ডাতে দেই মোন
টোকাই তখন খাবার খোঁজে
ক্ষুধার্ত পেটে প্রাণে পন।
.
শীতের রাতে গভীর ঘুমে
আমরা যখন মগ্ন-
টোকাই তখন রাস্তার পাশে
কুয়াশায় ভেজায় স্বপ্ন।
.
মন আমাদের কাঁদে নাকি
দেখে ওদের হাল-
বলতে পারো ওরা টোকাই
থাকবে আর কতকাল??