ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মহাসড়কের দক্ষিণ চন্ডীপাশা নামক স্থানে রোববার সকালে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে আজাহারুল ইসলাম নামে ট্রাক চালকের মৃত্যু ঘটে। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ট্রাকটি বালু বোঝাই করে ময়মনসিংহ টু কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি এবং দূর্ঘটনা কবলিত গাড়িটি উদ্বার করা হয়েছে। জানাগেছে, নিহত আজাহারুল ইসলাম ( ৩০) কিশোরগঞ্জ সদর একরামপুর মহল্লার আবুল কালামের পুত্র।