ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২১নং ঢোলার হাঁট ইউনিয়নের ধর্মপুর গ্রামে শ্রী অমূল্য চন্দ্র বর্মন (স্বর্ণ ব্যবসায়ী) এর বাসায় চেতনা নাশক ঔষধ খাইয়ে বেহুশ করে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১২ মে ) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শ্রী অমূল্য চন্দ্র বর্মন জানান, তার বাসা থেকে নগদ ৭৫০০০ হাজার টাকা, ১০০ ভরি রুপা, ৩.৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরেরা।
তিনি আরোও জানান, বুধবার দুপুরের পর থেকে শরীর দুর্বল লাগছিল এবং সন্ধ্যার পর থেকে পরিবারের সকলের ঘুম ঘুম ভাব শুরু হয়। রাতে এমন ভাবে ঘুমিয়েছি কেউ টের পাইনি। খালি ঘরের বাইরের তালা ভেঙ্গে একটি ঘড় থেকে অন্য ঘরে প্রবেশ করে চুরি করে সেই ঘড়ের ভেতরে দরজা খুলে পালিয়ে যায়।
বাড়ির মোট পাঁচ সদস্যের পরিবারে দুই জনের অবস্থা একটু বেশি খারাপ তাদের গ্রাম্য ডাক্তারে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। যারা ঘুম থেকে উঠেছেন, তাদের কথাবার্তা একটু অস্বাভাবিক। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক শুরু হয়েছে।
ধর্মপুর গ্রামের মানিক চন্দ্র বর্মন (শিক্ষক) জানান, চুরির ঘটনার পর এলাকার মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি শুরু হয়েছে। অজ্ঞান করে চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি চোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।
এই নিউজ প্রকাশ করা পর্যন্ত কোন আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান।