নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের একতা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে।
এতে আহত হয়েছে ওই এলাকার আফসার (৬৫) নামের এক হোটেল ব্যবসায়ী।অগ্নিকান্ডে বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের মালামালসহ নগদ অর্থের প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমান ২০ লক্ষ টাকার উপরে ধারনা করা হচ্ছে।
এলাকাবাসী জানায় আজ রোববার(৩০মে) দুপুরের দিকে উপজেলার চরখড়িবাড়ী এলাকার একতা বাজারের আফছার আলী দোকান থেকে গ্যাস সিলিন্ডারে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে দগ্ধ ওই ব্যক্তি বর্তমানে প্রাথমিকভাবে চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয় স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকাণ্ডের ব্যাপারে টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।