সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর, মদনপুর, সুমুজদিপুর, সুকদেবপুর, কলিয়া ও তেঁতুলিয়া গ্রামের ঐতিহ্যবাহী পুরাতন বটতলা ঈদগাহ ময়দানে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহা’ র নামাজ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে ছায়াশীতল পরিবেশে পুরাতন বটতলা ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রথম নামাজের জামাতটি অনুষ্ঠিত হয় সকাল ৭ টায় এবং অপর ঈদের নামাজের জামাতটি অনুষ্ঠিত হয় ৭ টা ৪৫ মিনিটে।
ঈদের প্রথম জামাতের নামাজ পড়ান মদনপুর বড় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ এবং অপর একটি জামাতের নামাজ পড়ান লক্ষণপুর পূর্ব পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আহমদ উল্লাহ।
মুসল্লিরা মাস্ক পড়ে উক্ত নামাজে অংশ গ্রহন করে। এসময় ঈদগাহ কমিটির পক্ষ থেকে সবার মাঝে মাস্ক বিতারণ করা হয়। ঈদগাহ কমিটির নির্দেশনায় মুসল্লিরা বাসা থেকে নামাজের পাটি নিয়ে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন। অনেক দিন পর পুরাতন এ ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হওয়ায় মুসল্লিরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
ঈদগাহে এসময় নামাজ আদায় করেন ০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এম এম মোশাররফ হোসেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান শেখ, মোবারক সরদার, জাতপুর বাজার বনিক সমিতির সভাপতি আমজাদ হোসেন টিক্কা,পশুচিকিৎসক ডা: রেজাউল ইসলাম শেখ,সাবেক ব্যাংক কর্মকতা হাই মোড়ল, আওয়ামীলীগ নেতা হায়দার আলী সরদার, শাহাজান মোড়ল,সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন সামাজিক অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, করোনা মহামারীর কারণে গত বছর দুয়েক যাবত এ ঈদগাহে কোনো ঈদের নামাজ অনুষ্ঠিত হয় নি। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ঈদগাহে এবারের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে প্রত্যেক ইমাম সাহেবগণ মুসলিম উম্মার শান্তি কামনায় ও করোনা মহামারী থেকে বাঁচতে বিশেষ দোয়া করেন।