দামুড়হুদা -জয়রামপুর কাঁঠালতলা -জয়রামপুর রেলস্টেশন-দেওলী-চিতলা-মোক্তারপুর-হাতিভাঙা-দামুড়হুদা-কুশাপুর রুটে আজ দিনব্যাপী মোবাইল কোর্টে ৩ টি মামলায় ১৪ জনকে ৫,৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় ও ২৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ।ওসি (তদন্ত) সহ তার টিম এসময় সহযোগিতা করে ।
অভিযান অব্যাহত থাকবে।