আজ উনি দামুড়হুদা উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের প্রত্যেকটি প্রাক প্রাথমিক ও সহজ কোরআন কেন্দ্রে একটি করে সুন্দর খেলনা উপহার দেন বাচ্চাদের খেলার জন্য। তিনার এই মহৎ কাজের জন্য দামুড়হুদা উপজেলাবাসী অনেক গর্বিত স্যারকে।এই করোনাকালীন সময়ে অবিরাম ছুটে চলা যেখানে খাদ্যসঙ্কট সেখানে তিনি ছুটে যান যেখানে করোনা মহামারী সেখানে তিনি ছুটে যান স্যারকে মহান আল্লাহ পাক সদা সুস্থ রাখুক এই দোয়া করি।