মিতালী রানী দাস
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
গতকাল ২১ শে নভেম্বর সোমবার সন্ধ্যা ০৭ টায় সুনামগঞ্জ পানসি রেস্টুরেন্ট ও কনফারেন্স হলে
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ২০২২-২০২৪ ইং এর দ্বী – বার্ষিক সম্মেলনের আলোচনা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি এ্যাডভোকেট মিন্টু রায় মিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান,’বাপুস ‘ কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সাবেক সভাপতি সিলেট জেলা।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বাপুস ‘র পুস্তক নিতিমালা কমিটির আহ্বায়ক পংকজ কান্তি দে, বাপুস র সহসভাপতি ওলী উদ্দিন,শুভ্র কান্তি দে, এখলাছুর রহমান, মুহিবুর রহমান,রাকেশ তালুকদার রিপন, অতিরিক্ত সাধারণ সম্পাদক রুকনুজ্জামান জহুরী, সহ সাধারণ সম্পাদক কবির হোসেন, রমজান আলী, মানিক মিয়া, জামিল আহমদ, অর্থ সম্পাদক রিপন শেখ নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, বিপ্লব রায়, আব্দুর রাজ্জাক রাজু ও সমিতির সদস্যবৃন্দ।
দুই বছরের মেয়াদি প্রস্তাব ও সমর্থিত কমিটিতে কার্যকরী কমিটির সদস্যসহ ১৭ জনের নাম ঘোষণা করেন প্রধান অতিথি মাওলানা খলিলুর রহমান।
রুকনুজ্জামান জহুরীকে সুনামগঞ্জ জেলা সমিতির অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটি, সিলেট জেলা কমিটি ও সুনামগঞ্জ জেলা কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।