চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় হেফাজতে ইসলামের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন, ভাঙচুর ও নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি মাওলানা আব্দুর রহমান হেলাল (২৮) কে গ্রেফতার করছে সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ । শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড়কাপন গ্রামের নিজ বাড়ি থেকে হেফাজত নেতা হেলালকে দিরাই থানা পুলিশ
গ্রেফতার করেছে বলে জানা যায়। হেফাজত নেতা
মাওলানা আব্দুর রহমান হেলাল বড়কাপন গ্রামের হামদু মিয়ার ছেলে ও হাটহাজারীর একটি নুরানি মাদ্রাসার শিক্ষক। গ্রেফতা রের পর তাকে চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে দিরাই থানার পুলিশ।
দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায় মাওলানা হেলাল কয়েক দিন ধরে তার নিজ বাড়িতে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ও দিরাই থানার ওসি আজিজুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ ঈদের দিন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার
করেছে। গ্রেফতারের পর সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে তাকে প্রেরণ করে দিরাই থানা পুলিশ । এরপর রাতেই হাটহাজারি থানার পুলিশের কাছে হেলাল কে হস্তান্তর করা হয়।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন, ভাঙচুর ও নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃত হেফাজত নেতা মাওলানা আব্দুর রহমান হেলাল। তাকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।’
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘গ্রেফতারকৃত মাওলানা আব্দুর রহমান হেলালকে শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’