1. rana.bdpress@gmail.com : admin :
  2. admin@dailychandpurjamin.com : mazharul islam : mazharul islam
  3. rmctvnews@gmail.com : adminbd :
সোমবার, ১৭ জুন ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লায়ন মোঃ ফারুক রহমান নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নে অসহায় ও গরীবদের জন্য দেওয়া ভিজিএফ’র চাল বিতরণে হরিলুট ভূরুঙ্গামারীতে আদম ব্যবসায়ীর জমজমাট ব্যবসা বসতবাড়ির ভিটা হারাচ্ছেন সাধারণ মানুষ নিখোঁজ সংবাদ নান্দাইলে সন্ত্রাসীদের হামলায় আহত প্রবীণ সাংবাদিক জালাল উদ্দীন মন্ডল খালিয়াজুরীতে সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদান নওগাঁয় ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার নওগাঁয় নিজ বাড়ির সামনে খুন হলেন মাতব্বর নওগাঁয় ডিবি পুলিশের অভিযান ১০১ কজি গাঁজাসহ গ্রেফতার-২ ভূরুঙ্গামারীতে সিটি প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি হলেন সাংবাদিক কাজল ও সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল

দোলেনি নুরা ফাতেহীর কোমর দর্শকরা হতাশ

মহিতোষ সরকার রিগান
সিলেট জেলা প্রতিনিধি

 

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে রাত ৯টার দিকে দেখা মেলে বলিউড সুন্দরীর নোরার। হাত নেড়ে সবার ভালোবাসায় সাড়া দিয়ে মঞ্চে পা রাখেন তিনি৷

‘দিলবার’ গানের তালে তালে মঞ্চে উঠেই নোরা জানান ঢাকায় আসার উষ্ণ অনুভূতির কথা।

নোরা বলেন, ‘শুভ সন্ধ্যা, আমি খুবই খুশি বাংলাদেশে এসে। আমি আনন্দিত এবং গর্বিত।

দ্বিতীয়বারের মতো ঢাকায় এলাম। ঢাকায় আসাটা সব সময় আমার জন্য আনন্দের। আপনাদের উষ্ণ ভালোবাসায় আমি মুগ্ধ। ’
নোরা ফাতেহি নারীদের শিক্ষার দিকটিতে জোর দিয়ে বলেন, ‘যেহেতু এই অনুষ্ঠানটি ওমেন এমপাওয়ারমেন্ট নিয়ে। ফলে আমি বলব, মেয়েদের শিক্ষাটা জরুরি। শিক্ষা হলে মেয়েদের উন্নতি হয়। তো মেয়েদের উচিত এদিকটাতে নজর দেওয়া। আমি নারীদের এগিয়ে যাওয়াকে গর্ব হিসেবে গ্রহণ করি। নারীদের নিয়ে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে৷ আজ শুধু এটুকুই বলতে চাই নিজের স্বপ্ন পূরণে সাহস এবং শক্তি রেখে সামনে এগিয়ে যান। ‘

এসময় বাংলাদেশে আমন্ত্রণ পেয়ে তিনি ধন্য বলে অনুভূতি প্রকাশ করেন। নোরা বলেন, ‘আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। এরকম আয়োজনে আমি বারবার বাংলাদেশে আসতে চাই। ‘

সংক্ষিপ্ত বক্তব্য শেষে নোরা ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা।

তবে অনুষ্ঠানে আগত দর্শকদের প্রত্যাশা ছিল, নোরা হয়তো পুরস্কার দেওয়া শেষ হলেই মঞ্চে কোমর দোলাবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। কোনো নাচে অংশ নেননি বলিউডের এই আইটেম গার্ল। এতে হতাশ হয়েছেন দর্শকরা।

উল্লেখ্য, এক দিনের সফরে ঢাকায় এসেছেন নোরা। ফিরে যাচ্ছেন আজ

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2021 rmcnewsbd
Theme Developed BY Desig Host BD