নেত্রকোনার পূর্বধলায় গ্রামীন সড়কের কালভার্টের নিচ থেকে এক নবজাতক ছেলে সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত পৌঁনে ৮টার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের বাট্রা-সাধুপাড়া কাঁচা রাস্তার বালিয়া নামক স্থানে একটি কালভার্টের নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য রমজান আলী ফকির জানান, বিকালে স্থানীয় লোকজন ওই অজ্ঞাত নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পড়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আর এম সি টিভিকে জানান, অর্ধগলিত অবস্থায় নবজাতটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে