নরসিংদীর বেলাবতে দেশের জনপ্রিয় ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ (১লা জুলাই) বৃহস্পতিবার সন্ধায় চরবেলাব বন্ধুমহল কপি হাউজে স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অপরাধ জগতের স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোশারফ হোসেন নীলুর আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, বেলাব প্রেসক্লাব সভাপতি শেখ আঃ জলিল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান হানিফ, সিনিয়র সহ-সভাপতি মাইটিভি প্রতিনিধি আমিনুল হক,সহ-সভাপতি স্বপন মাহমুদ,সাংস্কৃতিক সম্পাদক রমজান আলী জুয়েল,প্রচার ও দপ্তর সম্পাদক আলী হোসেন,উপসদস্য রেজাউল আলম বিপ্লব, ফয়সাল আহাম্মেদ আবদুল্লাহ, প্রমুখ । এ সময় অপরাধ জগত ও দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদক আলহাজ্ব সোহেল আহাম্মেদের সুস্বাস্থ্য কামনা করা হয় এবং করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সহিত সংবাদ সংগ্রহের কাজ করার জন্য অনুরোধ করা হয়।