1. rana.bdpress@gmail.com : admin :
  2. admin@dailychandpurjamin.com : mazharul islam : mazharul islam
  3. rmctvnews@gmail.com : adminbd :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

নান্দাইলে পল্লীতে নীরিহ ব্যক্তির জমি দখল ॥ থানায় অভিযোগ

নান্দাইলে পল্লীতে নীরিহ ব্যক্তির জমি দখল ॥ থানায় অভিযোগ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের হাওলাপাড়া গ্রামের মৃত ছফির উদ্দিনের পুত্র নীরিহ কৃষক মো. সুলতান উদ্দিনের .১০ শতাংশ ভূমি জোরপূর্বক অস্ত্রের মুখে দখল করে নেবার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের প্রতিপক্ষ জনৈক লাল মিয়া ও দুলালের নেতৃত্বে এমদাদুল হক, রুস্তম আলী, ফিরোজ মিয়া, রেনু মিয়া, আউয়াল, গোলাপ, রাসেল মিয়া, রবিন মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে গোলযোগ ছিল। জমিজমা সংক্রান্ত বিষয়ে নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে মো:নং ০৮/২০১৯ইং অন্য প্রকার দায়ের করা হয় এবং বিজ্ঞ আদালত মামলাটি সুলতান মিয়ার পক্ষে ডিগ্রী প্রদান করেন।কিন্তু উক্ত কথিত দাঙ্গাবাজ ব্যক্তিরা বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে উক্ত ভূমি পুনরায় জোর জবর দখল ও ভূমি থেকে মাটি কেটে নিয়ে যায়। সুলতান উদ্দিন জমিতে তাদের বাধা দিলে তাকে বেদম মারধর করা হয়। পরবর্তী সময়ে সুলতান উদ্দিন বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কোর্টে মোকদ্দমা নং ১২০৩ দায়ের করেন।নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ জানান, ফৌজধারী কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারা মোতাবেক বিবাদী পক্ষকে লিখিত নোটিশ প্রদান করা হয়েছে এবং নালিশী ভূমিতে বিজ্ঞ আদালত কর্তৃক ফয়সালা না হওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। মামলার বাদী নীরিহ কৃষক মো. সুলতান উদ্দিন অভিযোগ করেন হাওলাপাড়া গ্রামের উল্লেখিত চক্রটি তাকে বিভিন্ন ভাবে অত্যাচার করে তাকে বাড়ি ঘর থেকে উচ্ছেদ করার চেষ্ঠা সহ বিভিন্ন ভাবে নির্যাতন ও প্রাননাশের হুমকী দিয়ে যাচ্ছে। তিনি বিষয়টির প্রতি পুলিশ প্রশাসন সহ মানবাধিকার সংগঠন সমূহের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2021 rmcnewsbd
Theme Developed BY Desig Host BD