ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পৌর সদর বাস্টস্ট্যান্ড বাজার ও নান্দাইল চৌরাস্তা বাজারে তৃষ্ণা নিবারক পানীয় ফল তরমুজের দাম নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিনের নির্দেশে উপসহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় কৃষি বিপণণ আইন, ২০১৮ অনুযায়ী ৫ জন তরমুজ ব্যবসায়ীর নিকট থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া সকল পাইকারী ও খুচরা বিক্রেতাকে সর্তক করা সহ ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন, নান্দাইলবাসীকে ন্যায্যমূল্যে তরমুজ ক্রয় করার পাশাপাশি কোনো ফল বিক্রেতা অতিরিক্ত মূল্যে কিংবা কেজি দরে তরমুজ বিক্রি করলে উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়েছেন।