ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর হাসপাতাল চত্বর থেকে রোববার (১৮এপ্রিল) এক বিজিবি সদস্যের ১২৫ সিসি ডিস্কোভার মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটে। জানাগেছে, হোসেনপুর চরহাট গ্রামের খালেক নেওয়াজের পুত্র বিজিবি সদস্য জজ মিয়া দুপুর ১২ঘটিকার সময় কিশোরগঞ্জ-২-১১-৯৯১৯ তাঁর ডিস্কোভার মোটরসাইকেলটি হাসপাতাল চত্বরে রেখে দু-তলায় রোগী (স্বজন)কে দেখতে যায়। এ সময় মাত্র ১০ মিনিটের ব্যবধানে অজ্ঞাত চোরেরা সুকৌশলে মোটর সাইকেলের তালা ভেঙ্গে গাড়ীটি নিয়ে দ্রুত উধাও হয়ে যায়। উক্ত ঘটনায় জজ মিয়া তাৎক্ষনিক নান্দাইল মডেল থানায় একটি সাধারন ডায়েরী করে (ডায়েরী নং ৬৭৯)। উল্লেখ্য একটি সংঘবদ্ধ চোর সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নান্দাইল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে মোটরসাইকেল চুরি /ছিনতাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।