ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল বাজারের বিকাশ ও নগদের এজেন্ট ব্যবসায়ী মোঃ মগবুল হোসেনের বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাত করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সিংরইল ইউনিয়নের সিংরইল আগপাড়া গ্রামের মৃত নুর হোসেনের পুত্র শারীরিক প্রতিবন্ধী মোঃ আঃ ছালাম (৫৫) মগবুল হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
জানাগেছে, মগবুল হোসেন সিংরইল ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরি দায়িত্বের পাশাপাশি অবৈধ ডিশ ক্যাবলের ব্যবসা পরিচালনা করছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সমাজ সেবা কার্যালয় থেকে প্রদত্ত বাংলালিংক সিমে ভাতার টাকা পায় প্রতিবন্ধী আঃ ছালাম। সেই টাকা উত্তোলন করার জন্য গত ১৩ই মে/২১ইং সিংরইল বাজারের ব্যাবসায়ী মগবুল হোসেনের কাছে যায়। মগবুল হোসেন সুকৌশলে উক্ত প্রতিবন্ধীর টাকা উত্তোলন করে প্রতিবন্ধীকে টাকা আসে নাই বলিয়া বিদায় করে দেয়।
কিছুদিন পর বিষয়টি প্রতিবন্ধী আঃ ছালাম বুঝতে পেরে তার টাকা ফেরত চাইলে প্রতিবন্ধীর উপর চড়াও হয় মগবুল হোসেন। আব্দুস ছালাম টাকা না পেয়ে সোমবার (৩১মে) নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে থানা পুলিশ ব্যবসায়ী মগবুল হোসনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এতে সে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (১লা জুন) সকালে উক্ত প্রতিবন্ধীকে মারধর করার ঘটনায় থানায় আরো একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এছাড়া নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে মগবুল হোসেনের বিরুদ্ধে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতা টাকার আত্মসাত করার অভিযোগ তোলা হয়। স্থানীয়রা জানায় তার বিরুদ্ধে এ ধরনের আরো অভিযোগ রয়েছে। সে স্থানীয় প্রভাবশালী হওয়ায় বিদ্যালয়ের দায়িত্ব পালন না করে বাজারে তার ব্যবসায়ী কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকে।
ইতিপূর্বে মগবুল হোসেন অপর ডিস ব্যবসায়ীর তার চুরির অভিযোগে তার বিরুদ্ধে সামাজিক দরবারে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে সিংরইল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান।
নান্দাইল উপজেলা শিক্ষা অফিসার মো. আলী সিদ্দিকী জানান, উক্ত দপ্তরি কাম প্রহরির বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।