ময়মনসিংহের নান্দাইল উপজেলার আঠারবাড়ি-রসুলপুর সড়কে সখিনা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মোটর সাইকেলের চাপায় ঘটনাস্থলে মৃত্যু বরন করেছে। নিহত সখিনা খাতুন রসুলপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানাগেছে, উক্ত মহিলার নিজ বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল। এসময় একই গ্রামের আবু বক্করের কিশোর ছেলে নাঈম মিয়া (১৬) দ্রুতগতি মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় উক্ত মহিলাকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যায়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সজীব রহমান জানান, দূর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।