ময়মনসিংহের নান্দাইলে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল মনসুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল মনসুর। এছাড়া সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, অরবিন্দ পাল অখিল, রমেশ কুমার পার্থ, প্রবাল মজুমদার, আজিজুর রহমান ভূইয়া বাবুল, শামছ-ই-তাবরীজ রায়হান, মো. শাহজাহান ফকির প্রমুখ।এসময় নান্দাইলে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মরত ২২জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
নব যোগদানকৃত ইউএনও মো. আবুল মনসুর নান্দাইলকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন এবং সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকেও সাংবাদিকদেরকে সহযোগিতা করা হবে বলে জানান।