নান্দাইলে নিম্ন আয়ের খেটে খাওয়া, বিধবা নারী,দরিদ্র মানুষেরা পেল নতুন কাপড়। আওয়ামিলীগের উপদেষ্টা বিশিষ্ট্য সমাজসেবক আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টারের নিজস্ব অর্থায়নে হতদরিদ্র পরিবার কে ঈদ উপহার প্রদান করা হয়। দুপুর ২ টায় উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া নিজ বাড়িতে ৬ শত পুরুষ ও মহিলাদের মাঝে ঈদ উপহার হিসেবে লুঙ্গি ও কাপড় দেওয়া হয়।
ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন, আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন- হতদরিদ্র মানুষের জন্য সামান্য ঈদ উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করেছি। এখানে যাদেরকে নতুন কাপড় দেওয়া হয়েছে তারা ঈদে নতুন কাপড় কিনে পড়ার মত স্বাবলম্বী নয়। ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই আমার এই কার্যক্রম।
উপজেলার খারুয়া ইউনিয়ন ও শেরপুর ইউনিয়নের ৬শত হতদরিদ্র বিধবা ও অসহায় ব্যক্তিদের মাঝে নতুন শাড়ী ও লুঙ্গি প্রদান করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে অত্যন্ত সুন্দর পরিবেশে ঈদ উপহার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন: নান্দাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইত্তেকার মোম্তাজ খোকন,যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মতিন ভদ্র,যুবলীগের সাবেক সদস্য হিরন মন্ডল,ইউপি সদস্য রতন মিয়া, সাংবাদিক ফজলুল হক ভূঁইয়া,এনামুল হক বাবুল, বিল্লাল হোসেন, মিন্টু মিয়া,রমজান আলী,মাহবুব আলম খান সহ স্থানীয় আওয়ামিলীগ ও অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিল।