ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েলের পিতা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য এ্যাডভোকেট জালাল উদ্দিন গুরুতর অসুস্থাবস্থায় সকাল ১০ ঘটিকায় মৃত্যুবরন করেন।
উনার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। বিকালে নান্দাইল উপজেলা সদর চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
নান্দাইল প্রেসক্লাব ও নান্দাইল সাংবাদিক সমিতির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে