ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তায় কিশোরগঞ্জ রোডের পাশে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুুপুরে স্বাস্থ্যবিধি মেনে সোশ্যাল ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখার এভিপি ও ব্যাপস্থাপক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া, নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল, শোলাকিয়া ঈদগাহ মাঠের সাবেক খতিব অধ্যক্ষ মুফতি এ.কে.এম ছাইফুল্লাহ, এ্যাডভোকেট আসাদুজ্জামান নয়ন, রাজগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ শফিকুল ইসলাম খোকন, মাও. আশরফুল ইসলাম ও মাওআঃ কদ্দুছ তেলুয়ারী।
বক্তব্য প্রধানপূর্বক অনুষ্ঠানের প্রধান অতিথি সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি এন্ড সিইও কাজী ওসমান আলী র্ভাচুয়াল পদ্ধতিতে উক্ত এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন ঘোষণা করেন। পরে অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ ফিতা কেটে এবং এজেন্ট শাখায় নতুন হিসাব খোলার মাধ্যমে ব্যাংকের শুভসূচনা করা হয়। উক্ত এজেন্ট ব্যাংকিং শাখা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও আঃ কদ্দুছ তেলুয়ারী