নির্যাতনে স্ত্রীর মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকার দুর্ঘটনার নাটক সাজালেন স্বামী। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
প্রিয়াংকা,ঢাকার প্রতিনিধি,
রাজধানীর, হাতিরঝিলে প্রাইভেট কার সংঘর্ষে,এক নারী নিহত,ও তার স্বামী আহত হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট রা নিহত ও আহত দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দু’জন এর মধ্যে নারী (ঝিনুক) কে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার।
ডাক্তার জানান,নিহত (ঝিনুক) এর শরীরে ,মুখে,ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এটা শুধু দুর্ঘটনা নয়।
পুলিশ তদন্তের ভিত্তিতে নিহত (ঝিনুক) এর স্বামী ও বাসার ম্যানেজার ( আনিসুল) কে আটক করে পুলিশ।
জানা গেছে, নিহত (ঝিনুক)কে তার স্বামী শারীরিক নির্যাতনের পর মেরে ফেলে,,
আর এ মৃত্যুর ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য, নিহতের স্বামী প্রাইভেট কার দুর্ঘটনার নাটক সাজালেন…..
পুলিশ জানায় এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড।