আজ (১১ মে ২১) ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপিসি কনফারেন্স রুমে নীলফামারী সদরের টুপামারী, খোকশাবাড়ী, পলাশবাড়ী ও পৌরসভায় ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপিসির অর্থায়নে হতদরিদ্র ২০টি নারীকে এক মাসের প্রশিক্ষণের মাধ্যমে ২০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন লাভলীহুট প্রোগ্রামের মাধ্যমে এ ২০টি পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়।
হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, সাঈদ মাহমুদ চেয়ারম্যান উপজেলা পরিসদ নীলফামারী।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকাশ রায় প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপিসি
উপস্থিত ছিলেন মৈত্রী স্নাল প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপিসি।
উপস্থিত ছিলেন মার্গারেট মধু ভারপ্রাপ্ত ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপিসি
উপস্থিত ছিলেন, জন কেনেডি ক্রুজ প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপিসি এবং নগর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জনাব নূর ইসলাম।