পরিকল্পনা বাস্তবায়নে নীলফামারীর ২৫টি গ্রাম উন্নয়ন কমিটির সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২৮ জুন/২০২১) ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার। এতে নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী, পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামানিক, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজজামান প্রধান, টুপামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকিড় বক্তব্য দেন।
দুপুরে আয়োজক সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এপিসি ব্যবস্থাপক স্বপন মন্ডল।
স্বপন মন্ডল জানান, নীলফামারী পৌরসভাসহ সদরের তিন ইউনিয়নে শিশুদের নিয়ে কাজ করে ওয়ার্ল্ড ভিশনের। কর্ম এলাকায় ২৫টি গ্রাম উন্নয়ন কমিটি রয়েছে। তারা নিজস্ব পরিকল্পনা গ্রহণ ও প্রণয়ন এবং বাস্তবায়ন করবে এতে সহযোগীতা করবে ওয়ার্ল্ড ভিশন। এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।