আজ বৃহস্পতিবার ২০ মে ২০২১ সকাল ১১ ঘটিকায় নীলফামারী সদর থানা সভা কক্ষে মৈত্রী স্নাল প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির সঞ্চালনায় ।
সিটিজেন ভয়েস একশন (সিভি এ) গ্রুপের সদস্যদের উপস্থিতিতে নীলফামারী সদর থানা পুলিশের সাথে ওয়ার্ল্ড ভিশন এপির ফলোআপ মিটিং এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
উক্ত ফলোআপ মিটিংয়ের কার্যকরী দিকগুলো হলোঃ ১. থানায় শিশুদের জন্য খেলা-ধুলা এবং বিনোদনের ব্যাবস্তা করা।
২. নারী ও প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা করা
৩. শিশুদের জন্য থানায় একটি হেল্প ডেস্ক রাখা।
এবং নারী ও শিশুদের জন্য এসকল পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা থাকলেও কার্যকরী হচ্ছে কিনা তা ফলোআপ মিটিংয়ের মাধ্যমে প্রকাশ পায়।
উক্ত ফলোআপ মিটিংয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী সদর থানা সাব-ইন্সপেক্টর জনাব সাজ্জাদ হোসেন তিনি বলেন’ জনগণ ও পুলিশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্য বীটপুলিশিং কার্যক্রমের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি ।
বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক অফিসার এস আই মুনিরা আক্তার।
উপস্থিত ছিলেন সিটিজেন ভয়েস অ্যাকশন এর কার্যকরী সদস্য মেভিন শিকদা,মল্লিকা রায় সোহাগ ইসলাম প্রমুখ।