পুরো ম্যাচে ব্রাজিলের গোলপোস্টে একটাও শট নিতে পারেনি ইকুয়েডর। সব মিলিয়ে শটই নিতে পেরেছে তিনটি। উল্টো দিকে ব্রাজিল মোট শট নিয়েছে ১৬টি, গোলপোস্টে রেখেছে ৭টি। বলের দখল ব্রাজিলের ছিল ৬৬ শতাংশ।
ইকুয়েডরের বিপক্ষে আজ মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের দাপট কতটা ছিল, ওপরের পরিসংখ্যানেই স্পষ্ট। কিন্তু এত দাপটের পরও একেবারে স্বস্তির নিশ্বাস ফেলতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছে যোগ করা সময়ের চতুর্থ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে তখন নেইমার করেন দলের দ্বিতীয় গোল।
এর আগে ৬৬ মিনিটে রিচার্লিসনের গোল মিলিয়ে ইকুয়েডরকে আজ ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এ জয়ে ২০২২ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে পাঁচ ম্যাচে পাঁচ জয় হলো ব্রাজিলের!