নেত্রকোণার কেন্দুয়ায় চাচার হাতে সাখাওয়াত হোসেন সজল (২৫) নামে এক যুবকের খুন, পাইকুড়া ইউপির ছিটোয়া নওপাড়া গ্রামে ঘটেছে।
নিহত সাখাওয়াত হোসেন সজল নওপাড়া গ্রামে আঃ আউয়াল খানের ছেলে। তিনি প্রায় ১০ দিন মৃত্যুর সাথে লড়াই করে গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়ে। নিহত সজলকে হারিয়ে পরিবারে বইছে শোকের মাতম। এলাকায়ও শোকের আবহ নেমে এসেছে।
কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) আবু সাঈদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, ছিটোয়া নোয়াপাড়া গ্রামের সহোদর ভাই আউয়াল খান ও লালু খানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এর যের ধরে গত ৮ জুন দুপুরে দুই পক্ষের মাঝে মারামারি হয়। এতে নিহত সাখাওয়াত হোসেন সজলসহ উভয় পক্ষের ৬/৭ আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ছিলেন নিহত সজল। সজলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন,মারামারি ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ কিংবা মামলা করেনি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ লিখিত অভিযোগ না করলে হত্যাকারীদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি। আর নিহতের লাশ ঢাকায় ময়না তদন্ত শেষে গ্রামের বাড়িতে আসতে রাত হতে পারে বলেও জানান তিনি।