যমুনা টেলিভিশনের নেত্রকোণা জেলা প্রতিনিধি কামাল হোসাইন সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার তাদের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে।
নেত্রকোণা জেলার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া আর এম সি টিভিকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উপসর্গ থাকায় সপরিবারে নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন তারা। সোমবার নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। ফলাফলে দেখা গেছে কামাল হোসাইন, তার স্ত্রী শিরিন ইসলাম ও তাদের একমাত্র পুত্র রাইক সাফোয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।