আবুল কালাম, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনায় অগ্রণী ব্যাংকে শরিয়া ভিত্তিক লেনদেনের জন্য ইসলামি ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন করা হয়। গত রোববার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় নেত্রকোনার মালনী রোডে অবস্থিত অগ্রণী ব্যাংক ভবনের নিচতলায় ইসলামি ব্যাংক উইন্ডোর ৬০তম শাখার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংকিং ইউনিটের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ নূরুল ইসলাম। তিনি সুদকে বর্জন করে ইসলামী ব্যাংকিং উইন্ডোর সাথে অংশীদার মূলক ব্যবসার ধারণা গ্রাহকদের কাছে তুলে ধরেন। নেত্রকোনা জেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খানের সভাপতিত্বে ও ইসলামি ব্যাংকিং উইন্ডো নেত্রকোনা শাখার ব্যবস্থাপক মোঃ রোবায়েত হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী মহাব্যবস্থাপক ও অগ্রণী ব্যাংকের নেত্রকোনার অঞ্চল প্রধান মোঃ রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন, মুফতি মোঃ আব্দুল্লাহ, গ্রাহক,শুভানুধ্যায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।