নেত্রকোনার, ডিঙ্গাপুতা হাওরে এ বছর ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে, জানিয়েছেন এলাকার কৃষকেরা। অন্যান্য বছরের তুলনায় এবার কয়েক দিন আগেই তাদের ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে। অন্য বছরের ধান ক্ষেতে বৃষ্টির পানি জমে থাকতো, যার কারণে তারা সঠিক সময়ে ধান কাটাতে পারত না। এবং ধান কাটাতে হতো পানির মধ্যে, এতে করে ধানও প্রচুর পরিমাণে নষ্ট হতো এবং ধান কাটাতে টাকা অনেক বেশি খরচ হতো । ধান ভেজা থাকার কারণে, ধান সস্তা বিক্রি করতো হতো। এতে করে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হতো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ধান কাটার মেশিন বিতরণ করা হয়েছে। যার ফলে এ বছর ধান কাটাতে টাকা কম খরচ হয়েছে। এবং ধানের গুণগত মান ভালো ছিল এবং ধানের দামও বেশি। এ বছর আল্লাহ তায়ালার অশেষ রহমতে বছরের পরিস্থিতি অন্য বছরের মতো হয় নাই,এতে করে কৃষকেরা লাভবান হয়েছেন বলে কৃষকেরা এ কথা আর এম সি টিভি নিউজকে জানিয়েছেন।