পঞ্চগড় জেলার সদর উপজেলায় ২টি মোটরবাইকের সামনাসামনি সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। অপর মোটরসাইকেলের চালক শুভ (১৮) গুরুতর আহত হয়েছে।
৮ মে (শনিবার) বিকালে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের মোলানী পাড়া নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
পঞ্চগড় পৌরসভা এলাকার মোলানী পাড়া গ্রামে মৃত আব্দুল কাদেরের বাড়ি। সে একই গ্রামের কছিমউদ্দিন এর ছেলে। অপর মোটরসাইকেল চালক শুভর বাড়ি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা কাজিপাড়া এলাকায়। সে একই এলাকার বাশারুল এর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড় শহর থেকে পল্লী চিকিৎসক আব্দুল কাদের মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি মোলানী পাড়া এলাকায় এলে রাস্তার পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুই মোটর সাইকেল চালকই গুরুতর আহত হন। পরে তাদের আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল কাদেরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে এম্বুল্যান্স যোগে রংপুর নেয়ার পথে পল্লী চিকিৎসক আব্দুল কাদেরের মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাছ আহমেদ সড়ক দুর্ঘটনায় ওই পল্লী চিকিৎসকের মৃত্যু নিশ্চিত করেছেন।