গত বৃহস্পতিবার (৩ জুন) উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন এর অভিযানে পঞ্চগড়ের তেঁতুলিয়া রোড ডোকরোপাড়া এলাকা সংলগ্ন আইডিয়াল ক্লিনিকের মালিক জাহিদ হোসেনকে জনগণের সাথে প্রতারণার অভিযোগে ৫৫হাজার টাকা জরিমানা এবং সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন জানান,
আইডিয়াল ক্লিনিকের লাইসেন্স, প্রশিক্ষিত জনবল এবং সর্বদা একজন মেডিকেল অফিসার না থাকায় ও জনগণের সাথে চিকিৎসাসেবার নামে প্রতারণার দায়ে ক্লিনিকের মালিককে ৫৫হাজার টাকা জরিমানা এবং ক্লিনিকটি সাময়িকভাবে সিলগালা করা হয়।