গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ. কে. এম জহিরুল ইসলাম এবং সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রাসেল শেখসহ ৬৩ পুলিশ কর্মকর্তা পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
রোরবার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেয়া হয়েছে।
পদোন্নতি পাওয়া পুলিশ সুপাররা বর্তমানে দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিভিন্ন ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য: পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার এ. কে. এম জহিরুল ইসলাম ২০১৯ সালের ১৮ নভেম্বর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গাজীপুরে যোগদান করেন। তাঁর নিজ জেলা চাঁদপুর।
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ২০১৬ সালের ১৮ জুলাই যোগদান করে ২৮ এপ্রিল ২০২১ পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নরসিংদী জেলায় দায়িত্ব পালন করছেন। তাঁর নিজ জেলা মুন্সিগঞ্জ।
পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তারা হলেন- ঢাকা রেঞ্জে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল আলম, ঢাকা মহানগর পুলিশে কর্মরত মোমতাজুল এহসান আহম্মদ হুমায়ুন, পুলিশ সদরদপ্তরে কর্মরত মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মনিরুল ইসলাম, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া, বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন, বরিশাল মহানগর পুলিশে কর্মরত কাজী ছোয়াইব, রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার উত্তম প্রসাদ পাঠক, পুলিশ সদরদপ্তরে মো. সাইফুল ইসলাম সানতু, আবুল হাসনাত খান, হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, পুলিশ সদরদপ্তরের এম নাজেম আহমেদ, মৌলভীবাজার জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, পুলিশের বিশেষ শাখায় কর্মরত মোহাম্মদ মোতাজ্জের হোসেন, র্যাবে কর্মরত এসএম ফজলুল হক, মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, ডিএমপিতে কর্মরত মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার, এপিবিএন কর্মরত মো. আসলাম শাহাজাদা, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এএএম হুমায়ূন কবীর, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিম-উল-আহসান, ডিএমপির মো. জসীম উদ্দিন, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান ও পুলিশ সদরদপ্তরের মো. মাহবুব উজ জামান।
এছাড়াও পুলিশ সুপার হয়েছেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এহতেশামুল হক, পুলিশ সদরদপ্তরে কর্মরত কাজী এহসানুল কবীর, নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আক্তার, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার বেগম শিরীন সুলতানা, ডিএমপির এসএম নাজমুল হক, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ঝালকাঠী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, ডিএমপির আর এম ফয়জুর রহমান, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মহাবুবুল আলম, পুলিশ সদরদপ্তরের মো. ওহাবুল ইসলাম খন্দকার, ডিএমপির আবুল কাশেম মো. বাকী বিল্লাহ, পুলিশ সদরদপ্তরের এমএন মোর্শেদ, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, ডিএমপির আবু তোরাব মো. শামছুর রহমান, পুলিশ সদরদপ্তরের মোহাম্মদ সাফিউল সারোয়ার, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, পুলিশ সদরদপ্তরের মো. মাসুদ আলম, আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ডিএমপির সৈয়দ রফিকুল ইসলাম, বেগম মাহফুজা লিজা, পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোছা. শামিমা আক্তার, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরী, পুলিশ সদরদপ্তরের বেগম মাসুরা বেগম, সিআইডির বেগম মুক্ত ধর, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেগম জয়িতা শিল্পী, পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মোসা. নাজলী সেলিনা ফেরদৌসী ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার বেগম মাকসুদা আকতার খানম।