আযহা উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ০৫ নং তেঁতুলিয়া ইউনিয়নের ও সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ০৭ নং ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ও ০৫ নং তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এম এম মোশাররফ হোসেন। তিনি আরএমসি টিভি নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধির কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমনের ফলে এ বছর ভিন্ন পরিস্থিতে ঈদুল আযহা উদযাপিত হতে যাচ্ছে। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও বন্যা পরিস্থিতির মধ্যেও ত্যাগের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। তিনি আরো বলেন, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের ব্রত হওয়াই কুরবাণীর মর্মবাণী। কুরবাণীর শিক্ষা মনে ধারন করে মানবকল্যানে নিজেকে উৎসর্গ করা সবার কর্তব্য। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য, মৈত্রী, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আযহার শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করছি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ০৫ নং তেঁতুলিয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডসহ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ও সর্বস্তরের জনগণকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা ঈদ মোবারক।