স্বাস্থ্য বিভাগের এক তথ্যে জানা গেছে, সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা ১৬৯ জন।
বরগুনাতে ও করণা আক্রান্তের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত , এ পর্যন্ত বরগুনার সদর জেনারেল হাসপাতালে তথ্যে জানা গেছে, গত এক সপ্তাহে ২জন করোণায় আক্রান্ত হয়ে রোগী মারা গেছে বলে জানা গেছে, বৃহস্পতিবার ৭ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন, এবং তাদের সকলে করোনায় আক্রান্ত।
বরগুনাতে প্রশাসনিকভাবে ভূমিকা ছিল কঠোরতম। ভ্রাম্যমান নির্বাহি ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের টিম দেখা গেছে শহরের বিভিন্ন জায়গাগুলোতে। পুলিশ ও বিজিবি’র অবস্থান ছিল কঠোর। বিনা কারণে ঘড় থেকে বের হলে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সকলকে। কারণ দর্শাতে না পারলে করছে জরিমানা।
সদর পৌর শহরের মনোহারী পট্টি ,বাকালি পট্টি ,সদর পৌর মার্কেটের সম্মুখভাগ, ফার্মেসি পট্টি ,মিঠা পট্টি ,সাহা পট্টির বিভিন্ন স্থানসমূহে লোক সমাগমের হার বেশি পরিমাণ ছিল। তবে গার্মেন্টস পট্টি এবং কসমেটিকস পট্টিতে লোক সমাগমের হার কম ছিল।