গত শনিবার বেলা একটার দিকে সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের নয়াবাজার এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
গতকাল বেলা একটার দিকে সদর উপজেলা পাতাকাটা ইউনিয়নে নয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শীরা বলেন- সদর উপজেলা পাতাকাটা ইউপি সাবেক চেয়ারম্যানের সঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুল হক কিসলু সমর্থক লোকজন বাজারের দিকে যাচ্ছিলেন এ সময় তারা নয়াবাজার এলাকায় পৌঁছলে পথে ওৎপেতে থাকা আয়লা পাতাকাটা ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের নেতৃত্বে লোকজন নৌকার কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ৩০ জনকে আহত করে ১৩ টি মোটরসাইকেল ভাঙচুর করে ও দুটি মোটরসাইকেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। নয়টি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। হামলায় নৌকা সমর্থক মজনু শরিফ ও হেলাল শরীফকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। মজনু ও হেলালকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বরগুনা সদর থানার অফিসার(ইনচার্জ) তারিকুল ইসলাম জানান- কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে এতে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।