বরগুনায় তালতলী উপজেলায় বাবার হাতে খুন হয়েছে সুমন (১৫) নামে এক কিশোর। এ ঘটনায় বাবা আসাদুল(৪৫) পলাতক রয়েছে। উপজেলার কালীবাড়ি সড়কে বুধবার সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কালীবাড়ি সড়কের মৃত আর্ট জব্বারের ছেলে আসাদুল মাদকাসক্ত ছিল। সে প্রায়ই নেশা করে তার স্ত্রীকে মারধর করতো।
বুধবার সকালে আসাদুল তার স্ত্রীকে মারধর করার সময় ছেলে সুমন বাধা দিতে গেলে বাবা ছেলেকে লাঠি দিয়ে আঘাত করে, তাৎক্ষণিকভাবে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে, ছেলের পিতা আসাদুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আত্মীয় স্বজনরা সুমনকে তালতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন। বরিশাল নিয়ে যাওয়ার পথে সুমনের অবস্থা অবনতি হওয়ায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘাতক বাবা আসাদুল পলাতক রয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি বরগুনা সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।