মুক্তিযোদ্ধাগনের সন্তানদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনায় বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচি বরগুনা প্রেসক্লাব চত্বরে (১৭জুন) দশটায় অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাগনের সন্তান জিএম মুসা, জিএম ওসমানী হাসান, কেএম তানজিল এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা কর্তৃক আয়োজিত বরগুনায় মানববন্ধন পালন করা হয়।
বীর মুক্তিযোদ্ধাগনের সন্তানদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বক্তৃতা প্রদান করেন- বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও বরগুনা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দিন সাবু এবং বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রশিদ মিয়া।
বরগুনার পৌরসভার মেয়র বলেন- আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনিকভাবে নিরপেক্ষতা তদন্তপূর্বক মুক্তিযোদ্ধা সন্তানদের অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার গঠনমূলক সুষ্ঠু ন্যায় বিচার উপরোস্ত মহলের কাছে দাবী জানান।