বরগুনা গোয়েন্দা সংস্থা (ডিবি)পুলিশ রিপন ফকির(৩৪) নামে এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হযেছে।
বরগুনা সদর সার্কেল মেহেদী হাসান আর এম সি টিভি নিউজকে জানান, ডিবি পুলিশের একদল চৌকোশ টিম আবুল বাশার ইনচার্জ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে খাজুরতলা শাহজাহনের ভাড়া বাসা থেকে জনসম্মুখে খাটের নিচে পেরেকের সাথে আটকানো অবস্থায় একটি বিদেশী রিবলভার ও চার রাউন্ড গুলিসহ রিপন ফকিরকে আটক করতে সক্ষম হয়। তার নামে নারীশিশু মামলা চলমান আছে।
আসামী রিপন ফকির আমতলী উপজেলার সবুজবাগ ৫নং ওয়ার্ড পিং- মৃতঃ কালু ফকির মাতা – সখিনা বেগমের ছেলে তার বিরুদ্ধে আরো কোন মামলা আছে কিনা এ বিষয়ে এলাকায় খোজ-খবর নেয়া হচ্ছে। রিপন ফকিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।