1. rana.bdpress@gmail.com : admin :
  2. admin@dailychandpurjamin.com : mazharul islam : mazharul islam
  3. rmctvnews@gmail.com : adminbd :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশের জলবায়ু

বাংলাদেশ বিষুব রেখার উওরে অবস্থিত। কর্কটক্রান্তি রেখা দেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে। জলবায়ু নাতিশীতোষ্ণ ও সমভাবাপন্ন। মৌসুমী জলবায়ুর প্রভাব এখানে এত অধিক যে, সামগ্রিকভাবে এ জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত।

যদিও বছরকে ছয়টি ঋতুতে ভাগ করা হয়, তবে মাএ তিনটি সুনির্দিষ্ট ঋতু লক্ষ করা যায়। শীতকাল, গ্রীম্মকাল ও বর্ষাকাল। অন্য তিনটি ঋতু শরৎ, হেমন্ত, ও বসন্তকাল তেমন স্পষ্টভাবে পরিলক্ষিত হয় না। এদেশের জলবায়ু মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্তিত। গ্রীম্মকাল, মৃদু শীতকাল, সারা বছর উচ্চ তাপমাত্রা ও প্রচুর বৃষ্টিপাত এদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।

বলা হয়ে থাকে বাংলাদেশের কৃষি মৌসুমী বায়ুর জুয়াখেলা। সময়ের বৃষ্টিপাতের সুফল এবং অসময়ের বৃষ্টিপাতের কুফল সম্পর্কে অনেক ছড়া ও শ্লোক রয়েছে।

বাংলাদেশ পৃথিবীর বৃহওম ব দ্বীপ। এটি দক্ষিণ এশিয়ার অন্তর্গত এবং ভারতীয় উপমহাদেশের পৃর্ব প্রান্তে অবস্থিত। এটি একটি নদীমাতৃক দেশ নামে পরিচিত। বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের উন্মুক্ত দ্বার।

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2021 rmcnewsbd
Theme Developed BY Desig Host BD