বান্দরবান জেলার ২নং কুহালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্যামলং পাড়ার এক পল্লী চিকিৎসককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসীরা।
নিহত পল্লী চিকিৎসকের নাম অংকথোয়াই প্রকাশ (উগ্র) মারমা (৪২)। তিনি মৃত বাইসামং মারমার ছেলে। এবং রোয়াছড়ি উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান চহ্লামং মারমা’র ছোট বোন চপ্রুথুই মারমা’র স্বামী।
আজ সোমবার (১৯ জুলাই’২০২১ ) সকাল সাড়ে নয়টার সময় বাকীছড়ার (তুংখ্যং) কামাল মেম্বারের পরিত্যক্ত ইটভাটার এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, গত রবিবার সন্ধ্যায় ৬:০টা সময় পল্লী চিকিৎসক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অংকথোয়াই (উগ্র) মারমাকে রাতে সবুজ পোশাকধারী ও জলপাই রং এর ৪/৫ জন অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসীরা বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে সোমবার সকালে ৫নং ওয়ার্ডের (তুংখ্যং) এলাকার বাকীছড়ার কামাল মেম্বারের পরিত্যক্ত ইটভাটার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, বিষয়টি খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যায় এবং নিহতের লাশ উদ্ধার করি। হত্যাকান্ড সম্পর্কে এখনো বিস্তারিত বলা যাচ্ছে না। কে বা কারা হাত্য করছে সেটি তদন্ত সাপেক্ষে খুনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।