নান্দাইল মযমনসিংহের নান্দাইলে সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে তিনটি ইউনিট, নান্দাইল উপজেলা, পৌর ও শহীদ স্মৃতি আদর্শ কলেজ শাখার ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিকাল ৪ টায় নান্দাইল বাজারস্থ রওশন ইছহাক প্লাজায় অবমুল্যায়িত ও পদ বঞ্চিতরা সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করে শুনান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ময়মনসিংহ উত্তর শাখার সহসভাপতি শওকাতুল ইসলাম তুষার।তাঁর পঠিত বক্তব্যে অভিযোগ করেন নান্দাইল উপজেলা সহ ছাত্র দলের ৩ টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সম্পূর্ণ নিয়ম বহির্ভুতভাবে অছাত্র, বিবাহিত, বয়স বৈষম্য, চাকুরিজীবি, অন্য উপজেলার বাসিন্দাদের, আওয়ামী পরিবারের লোকজনদেরকে সদ্য ঘোষিত কমিটিতে টাকার বিনিময়ে স্বজন প্রীতি ও মাইম্যান নীতি অনুসরন করে পদ পদবী প্রদান করা হয়েছে।এতে নির্যাতিত ও ত্যাগিরা চরম হতাশ স্তম্ভিত ও ুদ্ধ। তিনি লিখিত বক্তব্যে অবিলম্ভে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগি ও নির্যাতিতদের নিয়ে নতুন কমিটি ঘোষণার জোর দাবী জানান। না হয় গণপদত্যাগের হুমকি দেন। এসময় শতাধিক ছাত্র দলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্যে দেন ছাত্র দল নেতা আবুল কালাম সোহেল ও ফাহাদ আহমাদ খাঁন।