করোনা মহামারীর কারনে কোনরুপ আনুষ্ঠানিকতা না করে বিবাহ বার্ষিকীতে শাল্লা উপজেলা নির্বাহী অফিসার দুস্থ নারী পুরুষের মাঝে উপহার বিতরণ করেছেন।সোমবার 10ই মে ছিল শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মো: আল মোক্তাদির হোসেন ও আফরোজা সুলতানা তুহিনের বিবাহ বার্ষিকী। ঐ দম্পত্তি প্রতিবছর সাধারনত বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঐ দিনটি উদযাপন করেন।কিন্তু এ বছর দিনটিকে উদযাপন করতে গিয়ে তারা 10 জন দরিদ্র মহিলা ও 10 জন পুরুষকে পরিধেয় বস্ত্র উপহার দিয়েছেন। সোমবার বেলা দুইটায় সরকারী বাসভবনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম্কর্ত্া শেখ মো: ফজলুল করিম , ভুমি অফিসের নাজির মো: সামছুদ্দোহা, উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী সলিল তালুকদার ও বিভিন্ন সংবাদ কর্মীদেরে উপস্থিতে উপজেলা নির্বাহী অফিসার মো: আল মোক্তাদির হোসেন ও আফরোজা সুলতানা তুহিন বিশ জন নারী পুরুষের মাঝে একটি করে শাড়ি ও একটি করে লুঙ্গি উপহার দেন।