সুনামগঞ্জের শাল্লা উপজেলার নওয়াগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে আসছেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃতে একটি দল।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারা নোয়াগাঁওয়ে পৌঁছবেন বলে জানা গেছে।
জানা যায়, এদিন দলটি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবে। এছাড়া অসহায় দরিদ্র ক্ষতিগ্রস্থদের প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সহযোগিতা করারও কথা রয়েছে। দুপুরে শাল্লা প্রশাসনের আয়োজনে মধ্যান্ন ভোজনে অংশ নিবেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন সূত্র।