বরগুনার বেতাগী উপজেলার উত্তর করুনা গ্রামের খাল থেকে ইউসুফ আলী আকন (৫০) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বেতাগী থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে১০ টার দিকে(১২জুন) উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুনা গ্রামের বেতাগী খালে একটি লাশ ভাসতে দেখলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলশিকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।নিহত ইউসুফ আলী আকন হোসনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, ইউসুফ আলী আকন ঘটনার আগের দিন দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। স্বজনরা অনেক খােঁজাখুঁজির পর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরের দিন সকাল সারে ১০ টার দিকে লাশ খালে ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পুলশি ঘটনাস্থলে পর্যবেক্ষণ ও পরর্দিশন করে ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে। নিহতের লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল র্মগে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায় ।
বেতাগী থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা(ওসি)সাখাওয়াৎ হোসেন তপু জানান- লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া র্পযন্ত মৃত্যুর বিষয় কিছুই বলা যাচ্ছে না।